আস্সালামুআলাইকুম। প্রিয় টেকটিউনার, যারা Android স্মার্টফোন ইউজ করেন
তাদেরকে উদ্দেশ্য করে আজকের এ টিউনখানি। ২০১৬ সালের এন্ড্রয়েড সেরা ৫টি
এন্ড্রয়েড এইচডি গেমস নিয়ে সাজান হয়েছে এ টিউন টি। টিউন টিতে লিখার খুব
বেশি কিছু নেই। তাই শুরু করে দিলাম। দেখুন আর নামিয়ে নিন আপনার এন্ড্রয়েড
ফোনের জন্য!!!


1. Cadillacs and Dinosaurs 2.2.5 APK for Android (Mostofa)
মোস্তফা গেইমের নাম শুনেননি এরকম খুব কম লোক আছেন। মনে আছে, ছোট বেলায় ভিডিও গেমসের দোকানে ভীড় করার কথা ? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে হয় অন্যের খেলা দেখা না হয় নিজে খেলা ! অশব্য আমার নিজের খেলা হয়নি। আমার যতগুলি গেম ভাল লাগত তার মধ্যে সব থেকে বেশি ভাল লাগত Cadillacs and Dinosaurs(মোস্তফা) গেমসটি। এই গেইমটি আপনারা কম্পিটারে খেলেছেন কিন্তু এখন গেইমটি এন্ড্রোয়েড মোবাইলে খেলতে পারবেন। আমার দেখা মোবাইলে খেলা সকল গেইম এর চেয়ে এই "মোস্তফা" টি ফাস্ট মোবাইল স্লো করে না। যে কোন র্যাম এ খেলা যায়। আর এই গেইমটির বিস্তারিত বা কাহিনি বলার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনারা সকলেই এই গেইমের কাহিনি জানেন। তাই দেরি না করে এই গেইমটি ডাউনলোড করে খেলা শুরু করুন।

0 comments:
Post a Comment